যন্ত্র না যন্ত্রণা?

From Onyosomoy.

শেষ দিনের শেষ আলোটুকুও অবসানের পথে, হয়ত ঠিক, জীবনের নয়, তবে নিটোল মাটির সুরে গড়া কোন সম্পর্কের। জ্বলে উঠেছিল LCD Screen এর আলোটা। একরাশ অচেনা আবেগ নিয়ে তাকিয়েছিলাম Message-পানে। হাজার হোক, তবু মন কি তা জানে! (মানুষ পাথর হয় কেমনে?) উত্তর খুঁজে পাইনি সেদিন, আর আজও! বলেছিল-"ভাগ্যের ফের! আবার নাকি দেখা হবে!" সেকি আমার শহরেই! সেই ছোট্ট দুটো হাত আজ অনেক বড় হয়ে গেছে, আমার হাতের থেকেও বোধ হয় বড়! বাড়েনি শুধু স্মৃতির দেওয়ালটুকু! যন্ত্রণার কোঠরে আগলে রাখা সময়গুলো সত্যিই কি আর ফিরবে না? সত্যিই কি সে আজ শুধুমাত্র অন্য একজন, হাজার মনের মতই??


0 comments:

Post a Comment