ভোরের স্বপ্ন

13-2-12
আজ অনেকদিন পর আবার ডায়েরি-র ছোঁয়ায়। গত একটা মাস আমি ভোরের স্বপ্ন মিস করেছি। জীবনটাকে ফাকি দিয়ে depression কে বোকা বানানোর চেষ্টা করেছি। তবু সে তো এত বোকা নয়। পরিস্থিতি আজ আমাকেই অসহায় করে দিয়েছে। আজ আমার ভালোবাসা আমায় কোন যন্ত্রণা দেয়না। আমি জানি সে ভাল আছে, আর তাই আমিও ভাল আছি। কিন্তু বর্তমান রেহাই দিচ্ছে কোথায়? সর্বদাই সে আমার কাছে পিছুটান রেখে গেছে, কালও, আজও। দৈনন্দিন জীবনযাপনই আমার জীবনের সবচেয়ে গুরুতর সমস্যা হয়ে উঠছে। জানি এর সমাধান হবে না, তাই একভাবে একে এর উপরেই ছেড়ে দিয়েছি। আমি তো নেহাতই ছেলেমানুষ, জীবনের কাছে, কিন্তু জীবন তো At least আমাকে বুঝবে।

0 comments:

Post a Comment