স্বাধীনতা, আরও একবার

5-1-12
স্নিগ্ধতার রোদ্দুর পেরিয়ে আজ ভোরের বৃষ্টি যখন আমার জানলা ঝাপসা করেছে, আমি তখন অমোঘ ঘুমের আধারে, So, পূর্ণতার পরশ পাওয়া হয়নি। এমনি ভাবেই হয়তো কত ভোর কেটে গিয়েছে আমার এই প্রাপ্তবয়স্ক জীবনটাতে, হয়ত ব্যস্ত ছিলাম ভোরের স্বপ্ন দেখতে, তাই সে স্বপ্ন সত্যি আর করা হয়ে ওঠেনি। তবে স্কুল আর কলেজের এই দ্যোতনায় আজ স্কুলটাকেই বেশি মিস করছি। জানি, সেখানে স্বাধীনতাহীন, তবু সুখের চাবিকাঠি হারিয়ে যাওয়ার ভয় তো ছিল না! অন্তত কোনদিন স্বাধীনতার অপব্যবহার করার সাহস জাগেনি আজ যা শুধুই ছেলেখেলা বলে মনে হয়। নিয়মের বেড়াজাল ছিড়ে আজ এখানে সব পেয়েও কিছু না পাওয়ার feelings আমায় যেন কুরে কুরে খায় রোজ। তবু হাজার হোক, আমায় বড় যে হতেই হবে। কারণ আমার অতীত আমার বর্তমানকে পিছু করছে। একে যে ভবিষ্যতে পা রাখতেই হবে। So, have a great day!

0 comments:

Post a Comment