প্রশ্নগুলো সঙ্গে নিয়ে

নতুন বছরে আর একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, এর উত্তর হয়তো সঠিক ভাবে আমার জানা নেই।, কেন আজকালকার আমরা বড্ড বেশী করে কবিতা বিমুখ হয়ে পড়ছি? উত্তর একটাই! সময়-হীনতার অনির্দিষ্ট ছন্দে কবিতা তার ছন্দ হারিয়ে ফেলেছে। ক্ষোভ আর অভিমানের পাহাড় জমে জমে তা আজ সম্পর্ক গুলোকেই ঢেকে রেখেছে অতল গহ্বরে। তাই কবিতাও বোধ হয় ক্ষোভের প্রতিধ্বনিত হয়ে গদ্য-রূপ নিছে। আর গদ্য কবিতা হচ্ছে আমাদের সহ্যের বহিঃপ্রকাশ মাত্র!

0 comments:

Post a Comment