শৈশব

আমি হারিয়ে ফেলেছি ভাষা,
আমি হারিয়ে ফেলেছি ঘুম,
আমি হারিয়ে ফেলেছি শৈশব,
আর আমার সাদাকালো ক্লাসরুম!

আমার একলা রঙিন আইসক্রিম,
আমার বাড়ি ফেরার ফুটবল,
আমি হারিয়ে ফেলেছি শৈশব,
আমার মেঠো পথের কাশফুল।

আমি হারিয়ে ফেলেছি নদী,
তার সাঁতরে বেড়ানোর ইচ্ছে,
আমার সন্ধ্যে নামলে নিঝঝুম,
আমায় একলা করে দিচ্ছে!

আমার সোহাগ ভরা শৈশব,
জানি তুমিও গিয়েছো হারিয়ে,
আমার অলীক স্বপ্ন আঁকড়ে,
গিয়েছি আলোকবর্ষ পেরিয়ে।

জানি ফিরবো না আর কোনোদিন,
সেই গল্প শোনার আসরে,
যেখানে সন্ধ্যা নামলে তারারা,
ভাসে কল্পনার সাগরে।

সেই ধূসর নীল আকাশটা,
আজ শুধু কংক্রিটেরই গৌরব,
আজ সব পেয়েছি'র চাহিদায়,
আমি হারিয়ে ফেলেছি শৈশব।


From Onyosomoy.

0 comments:

Post a Comment